"মুক্তির পথে চলি"
লিখেছেন লিখেছেন এম এইচ রাসেল ০২ জানুয়ারি, ২০১৪, ০৬:৫৫:৪৬ সন্ধ্যা
আমরা মুক্তির পথে চলি,
আমরা কোরানের কথা বলি,
আমরা আল্লাহর পুজারী।
আমরা সত্যের দিশারী,
আমরা মুসলিম বীর,
করি "ইসলামী ছাত্রশিবির"..
বিষয়: বিবিধ
৮৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১. হে! মুমিনগণ, তোমরা আমার শত্রু ও তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করিও না,তোমরা কি উহাদের প্রতি বন্ধুত্বের বার্তা প্রেরণ করিতেছ, অথচ উহারা, তোমাদের নিকট যে সত্য আসিয়াছে,তাহা প্রত্যাখ্যান করিয়াছে, রাসূলকে এবং তোমাদিগকে বহিষ্কার করিয়াছে এ কারণে যে,তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহতে বিশ্বাস কর।যদি তোমরা আমার পথে জিহাদের উদ্দেশ্যে এবং আমার সন্তুষ্টি লাভের জন্য বাহির হইয়া থাক, তবে কেন তোমরা উহাদের সহিত গোপনে বন্ধুত্ব করিতেছ? তোমরা যাহা গোপন কর এবং যাহা প্রকাশ কর তাহা আমি সম্যক অবগত। তোমাদের মধ্যে যে কেহ ইহা করে সেতো বিচ্যুত হয় সরল পথ হইতে।
২. তোমাদিগকে কাবু করিতে পারিলে উহারা হইবে তোমাদের শত্রু এবং হস্ত ও রসনা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করিবে এবং কামনা করিবে যে, তোমরাও কুফরী কর। (মুমতাহিনা)
মন্তব্য করতে লগইন করুন